মাত্র ২ মিনিটে মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম জেনে নিন
আমাদের প্রত্যেকেরই প্রায় বিভিন্ন কারণে মাথাব্যথা হয়ে থাকে। কখনো মাথাব্যথা স্বাভাবিক আকারে থাকলেও অনেক সময় তীব্র যন্ত্রণায় রূপ নেই। তখনই একমাত্র ঔষধি হয় শেষ ভরসা। আপনার কি মাথা ব্যথা খুবই যন্ত্রনা দেয়। বা প্রতিদিন আপনার মাথা ব্যথা হয়? আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই আজকের এই আর্টিকেলের মধ্যে মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম তুলে ধরেছি।
এই আর্টিকেলটির মাধ্যমে আপনি আরো জানতে পারবেন কোন ঔষধ ঠিক কাদের জন্য কখন কাজ করে কখন খাবেন, খাবার কতক্ষণ পর এই ওষুধ কাজ করে তার বিস্তারিত জানতে পারবেন।
সূচিপত্র : মাত্র ২ মিনিটে মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম জেনে নিন
- ভূমিকা
- মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম ও বিস্তারিত
- এনিলিক (Anilic) ২০০ মি. গ্রা.
- আরিন (Arain) ২০০ মি. গ্রা.
- লজরিন (Lograin) ২০০ মি গ্রা.
- মাইগ্রাটল (Migratol)
- মিগরেক্স (Migrex)
- মিনোপা (Minopa)
- টলমিক (Tolmic)
- নাপা (napa)
- ফেনডিল (Fenadil)
- ঔষধ খাওয়ার আগে গুরুত্বপূর্ণ পরামর্শ
- মাথা ব্যথা কমানোর ঘরোয়া টিপস
- লেখকের মন্তব্য
ভূমিকা
মাথা বেথা এমন একটি জিনিস আমরা প্রাই সাইবাই কোন কোন না কোন সময় অনুভব করেছি। আবার অনেকের এই মাথাব্যথা বড় যন্ত্রণা দিয়ে থাকে। এই মাথাব্যথা হুট করেই শুরু হয়ে যায়। এই মাথাব্যথা যে কারণে হতে পারে সেটা হতে পারে কাজের চাপের কারণে স্ট্রেসের কারণে, অথবা ঘুমের অভাবের কারণে যেকোনো কারণে হতে পারে।
তবে কোন কোন ক্ষেত্রে একটু বিশ্রাম বা ঘুম পারলেই এই মাথাব্যথা সেরে যায়। তবে কখনো কখনো কারো কারো আবার ওষুধ না খেলেই হয় না। এই কারণে আমরা নিজে মাথা ব্যথা কমানোর ১০ টি ওষুধের নাম তুলে ধরেছি। নিম্নলিখিত মাথা ব্যথা ঔষধ গুলো খুবই কার্যকরী। এছাড়াও নিম্নলিখিত ঔষধ গুলোর বিস্তারিত আলোচনা করব।
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম ও বিস্তারিত
আমাদের মানুষের যদি কোন বড় একটা সমস্যা থেকে থাকে সেটা হল মাথাব্যথা। কারণ এই মাথাব্যথা এমন একটা বিরক্ত কর সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে। যেমন এটি হতে পারে মাইগ্রেন, ক্লান্তি, দুশ্চিন্তা, সাইনাস বা ঘুমের অভাবে। কোন কোন সময় এই ব্যথা শুধুমাত্র ঘুমের মাধ্যমেই শেষ করা যায়। আবার কোন কোন সময় ঔষুধ না খেলে এই মাথা ব্যথা ভালই হয় না।
কিন্তু আপনি হয়তো জানেন বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের মাথাব্যথা কমানোর ঔষধ পাওয়া যায়। তবে আপনি তো যদি সব ওষুধ খান বা যে কোন ওষুধ খান তাহলে তো কাজ করবে না।
এজন্য আপনার জন্য কোনটি উপযুক্ত ওষুধ হবে মাথা ব্যথা কমানোর জন্য এছাড়াও ওষুধের দাম কত, কত বছর বয়সের লোকজনেরা খেতে পারবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কার্যকারিতা ব্যবহার ইত্যাদি সকল কিছু নিয়ে আলোচনা করব।
আরো পড়ুন : ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সুবিধা ও অসুবিধা
আমি নিচে সেইসব ওষুধের নামই দিচ্ছি যে ঔষধ গুলো খেলে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। এবং আপনার মাথাব্যথা কমাতে অনেকটাই সাহায্য করবে। তবে মনে রাখবেন যেকোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিবেন। মাথা ব্যথা কমানোর জন্য নিম্নে আমরা কিছু ওষুধের নাম দিচ্ছি তবে এই ঔষধ গুলো আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন।
টাফনিল (Tufnil) ২০০ মি. গ্রা.
এই ওষুধটি মাথা ব্যথার একটি ঔষধ। এই ওষুধটি সাধারণত মাইগ্রেন এবং মাথা ব্যথা কমায়। এই ওষুধটি খাবার ৩০ মিনিট পরে এই কাজ শুরু করে দেই এবং মাথাব্যথা কমতে শুরু করে। এই ঔষধটি কারা খেতে পারবে এমন প্রশ্ন আপনার মনে আসতে পারে? এই ওষুধটি ১৮ বছরের বেশি হলে খাওয়া যাবে।
ওষুধটি অবশ্যই খাবার খাবার পরে খেতে হবে। যদি আপনার মাথা ব্যথা থাকে তাহলে দিনে একবার করে খাবেন। যদি ব্যথা না থাকে তাহলে এই ঔষধ খাবেন না। বর্তমানের বাজার মূল্য মাত্র ১০ টাকা। এই ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই বয়স্ক লোকেদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই ওষুধটি গর্ভাবস্থায় খাওয়া যাবে না।
এনিলিক (Anilic) ২০০ মি. গ্রা.
এই এনিলিক ঔষধটি তখনই খাবেন যখন মাথাব্যথা এবং চোখ ভারি ভারি লাগবে। এই ওষুধটি খাওয়ার পর ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ব্যথা কমতে শুরু করবে। ওষুধটি বাচ্চাদের থেকে দূরে রাখবেন যাদের বয়স ১৮ এরও বেশি তাদের জন্য এই ওষুধটি। এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাঝে মাঝে গ্যাস্ট্রিক হতে পারে।
একটি ঔষধের দাম মাত্র ৯ টাকা। এই ওষুধটি দিনে একবার খাবেন যদি আপনার মাথা ব্যথা থাকে। অবশ্যই কিছু খাবেন এরপরে এই ওষুধটি খাবেন ভরা পেটে এই ওষুধটি খাবেন। এই ওষুধটি যারা গর্ভবতী তাদের জন্য কখনোই সাজেস্ট করা হয় না। তবে আপনার যদি গর্বভাস্থায় মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন।
এছাড়াও মাথাব্যথার সকল ঔষধ বয়স্কদের জন্য অবশ্যই সর্তকতা অবলম্বন করবেন। বয়স্কদের এবং গর্ভবতীদের জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিবেন। ঔষধটি নেওয়ার পর অবশ্যই আপনি ওষুধটি শীতল স্থানে রাখবেন এবং আলো থেকে দূরে রাখবেন। এছাড়াও শিশুর নাগালের বাহিরে রাখবেন।
আরিন (Arain) ২০০ মি. গ্রা.
এই ঔষধটি মাইগ্রেন জনিত ব্যথা বা মাথা ব্যথা কমাতে সাহায্য করে। এই ওষুধটি খাওয়ার পর 30 মিনিট পরে মাথা ব্যথা কমাতে সাহায্য করে। এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন। যাদের বয়স ১৮+ বা তার বেশি তাদের জন্যই ঔষধটি। তবে গর্ভবতী এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বয়স্ক লোকেদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন হালকা বমি ভাব হতে পারে। তবে সবার ক্ষেত্রে এমন বমি বমি ভাব নাও হতে পারে। এর বাজার মূল্য মাত্র ১০ টাকা। আপনার যদি প্রচন্ড মাথা ব্যথা হলে অবশ্যই আপনি দিনে একবারই খাবেন যখন আপনার মাথা ব্যথা করবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি এই ওষুধটি খাবারের পর খান।
লজরিন Lograin) ২০০ মি. গ্রা.
এই ওষুধটি তখনই খাবেন বিশেষ করে যখন চোখ বা কপালের মধ্যে ব্যথা করবে মাথার কপালের কাছে ব্যথা করলেই ওষুধ ঠিক হবে। অবশ্যই খাবার খাবার পরে খাবেন এই ওষুধটি দিনে একবার খেলেই হয়। ওষুধের দাম মাত্র ১০ টাকা। এই ওষুধটি খাওয়ার 30 মিনিট পর ব্যথা কমাতে শুরু করে।
ওষুধটি অবশ্যই শিশুর নাগালের বাহিরে রাখবেন। এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। অনেক সময় পেট ব্যথা হতে পারে। যাদের বয়স ১৮ বা তারও বেশি তাদের জন্য এই ওষুধটি। তবে বয়স্ক এবং গর্ভবতীদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া।
মাইগ্রাটল (Migratol)
এই ঔষধটি তাদের জন্য যারা মাইগ্রেনে ভোগেন। ওষুধটি খাবার 30 মিনিট পরেই আরাম দিতে শুরু করে। যাদের বয়স ১৮ বা তার বেশি তাদের জন্যই এই ঔষধটি। তবে বয়স্ক লোকেদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত।
গর্ভবতীদের জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এই ওষুধটি খাবারের পর খাওয়ার চেষ্টা করবেন। অনেক সময় খালি পেটে এই ওষুধটি খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মাইগ্রেন ব্যথার পর এই ঔষধটি খেলে এক থেকে দুই ঘন্টাও লাগতে পারে ব্যথা কমানোর জন্য।
মিগরেক্স (Migrex)
যখন ঘন ঘন মাথা বেথা হলে এই মিগরেক্স (Migrex) ওষুধটি খাবেন। ওষুধটি অবশ্যই খাবার পরে খেতে হয়। প্রয়োজনে একবার খাবার সবচেয়ে বেশি ভালো। এই ওষুধটি খাওয়ার পর আপনি লম্বা একটু ঘুম দিবেন তাহলে আপনার মাথা ব্যথা বা আপনার দীর্ঘ সময়ের মাথাব্যথা আর থাকবে না।
যাদের বয়স ১৮ তাদের জন্য এই ঔষধটি। শিশুর নাগালের বাহিরে এখন এই ওষুধটি। এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে এই গর্ভবতী হলে এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ না নেওয়া পর্যন্ত খাবেন না। যাদের বয়স একটু বেশি তাদের অবশ্যই এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।
মিনোপা (Minopa)
Minopa ওষুধটি তখনই খাবেন যখন আপনার মাথা ব্যথা এবং চোখ ভাই ভারী লাগবে তখন। যখন ব্যাথা শুরু হবে তখন আপনি একটি ট্যাবলেট খেলেই হবে। যাদের বয়স ১৮ বা তার বেশি তাদের জন্য এই ওষুধটি। ওষুধটি শিশুর নাগালের বাহিরে রাখার চেষ্টা করবেন শিশুদের জন্য এই ঔষধ নয়। বাজারে এর দাম ৭ থেকে ৮ টাকা নেবে। পার্শ্বপ্রতিক্রিয়া খুব বেশি নেই। মিনোপা ভরাপেটে খেলে সব থেকে বেমি ভালো হয়।
আরো পড়ুন : ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম ও উপায়
টলমিক (Tolmic)
এই ওষুধটি খেলে মাথাব্যথা দাঁত বা হাত পায়ের ব্যথা কমাতে সহায়তা করে। এই ওষুধটি অবশ্যই খাবার পরে খাওয়া উচিত। দিনে এক থেকে দুইবার খালি হবে বেশি খাওয়ার প্রয়োজন নেই। এর বাজার মূল্য ৮থেকে ৯ টাকা হতে পারে।
এই ওষুধটি শুধুমাত্র বড়দের জন্য শিশুদের নাগালের বাসায় রাখবেন। এই ওষুধটি খাবার 30 মিনিট পর কাজ শুরু করে দেয়। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হল গ্যাস্ট্রিক হতে পারে। অবশ্যই গর্ভবতী হলে এই ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিবেন।
নাপা (Napa)
যখন আপনার হালকা মাথাব্যথা থাকবে এরপরে হালকা জ্বর থাকবে তখন আপনি এই নাপা ঔষধটি খাবেন। এতে করে আপনার হালকা মাথা ব্যথা এবং জ্বর দুটি কমে যাবে। নাপাক হওয়ার পর দ্রুত ই কাজ শুরু করে দেয়।
আপনি যদি এই ওষুধটি খাবার পর একটা ঘুম দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। যাদের বয়স ১২ বছর বা তার বেশি তাদের জন্য এই ওষুধটি। বর্তমান বাজার মূল্য দুই থেকে তিন টাকা হতে পারে। তবে আপনাকে অবশ্যই থাক সতর্ক থাকতে হবে এই নাপা বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে। অবশ্যই ঔষধটি ভাড়া পেটে খাবেন। অবশ্যই পানি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন।
ফেনাডিল (Fenadil)
Fenadil ঔষধ পেয়ে যখন ঠান্ডা বা ভাইরাসে মাথা ব্যথা হবে তখন খাবেন। ওষুধটি অবশ্যই খাবার খাবার পরে খাওয়া উচিত। দিনে একবার খাবেন খাবার পরে একটা ঘুম দিবেন। এই ওষুধটির বাজার মূল্য ৫ থেকে ৬ টাকা। অবশ্যই তখনই খাবেন যখন আপনার মাথা ব্যথা চোখ ভারভার। ওষুধকে খাবার ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই কাজ শুরু করে দেয়। এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া হলো ওষুধটি খাওয়ার পর ঘুম পেতে পারে।
ঔষধ খাওয়ার আগে গুরুত্বপূর্ণ পরামর্শ
উপরোক্ত যে কোন ঔষধ খাওয়ার আগে অবশ্যই আপনার নিকটস্থ অথবা যে কোন চিকিৎসকের পরামর্শ নিবেন। উপরোক্ত কোন ঔষধ খালি পেটে খাবেন না সব সময় ভরা পেটে খাবেন। খালি পেটে উপরোক্ত ঔষধ গুলো খেলে হজমের সমস্যা হতে পারে। আপনার যদি সব সময় মাথা ব্যথা হয় তাহলে ওষুধ না খেয়ে কি কারণগুলো খুঁজে বের করুন।
মাথা ব্যথা কমানোর ঘরোয়া টিপস
মাথাব্যথা কমানোর ঘরোয়া টিপস রয়েছে আপনি যদি সেই টিপস গুলো অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার মাথা ব্যাথা কিছুটা হলেও কমতে পারে। মাথা ব্যথা কমানোর জন্য বেশ কয়েকটি ঘরোয়া টিপস নিচে তুলে ধরা হলো।
- আদা চা পান করুন।
- নারিকেল তেল দিয়ে ১০ মিনিট মাথা মালিশ করুন।
- লেবুর রস পান করুন।
- পানি বেশি পান করুন।
- মাথা বেথা হলে ঘুম দিন।
- কফি বা কারো চা খান
- মাথা ব্যথার সময় অবশ্যই মোবাইল বা স্ক্রিন থেকে দূরে থাকুন এক কথায় কম্পিউটার বা মোবাইল থেকে দূরে থাকুন।
লেখকের মন্তব্য
আমরা এতক্ষণ আলোচনা করলাম মাত্র ২ মিনিটে মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম। উপরোক্ত ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া উপরোক্ত ঔষধ খাবেন না। তবে আপনার উচিত যে কোন ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া।
ছাড়াও আমরা মাথা ব্যথা কমানোর ঘরোয়া টিপস। এছাড়াও ওষুধ খাওয়ার আগে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছি। আপনি যদি উপরোক্ত পোস্টটি ভালো করে পড়ে থাকেন তাহলে অবশ্যই মাথা ব্যথা কমানোর উপায় জানতে পেরেছেন এবং ওষুধের নাম জানতে পেরেছেন। এছাড়াও ওষুধ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তবে এই বিষয় যদি আপনার কোন মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
ইপয়েন্টইন নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url